Hero Image
অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় কিবোর্ড লেআউট ইন্সটল থাকা বাধ্যতামূলক - আমার মতামত

আজ বিটিআরসি ঘোষণা দিয়েছে যে, আমদানিকরা ও স্থানীয়ভাবে উৎপাদিত সব অ্যান্ড্রয়েড মোবাইলফোনে বিজয় কিবোর্ড লেআউট ইন্সটল থাকা বাধ্যতামূলক। এমনিই ফোনে ব্লটওয়্যার এর জ্বালায় বাচি না। তার উপর নাকি এখন বিজয়ও ইন্সটল করে দিবে ফোনে! এটা করার পিছনে হয়তো বাংলা ভাষাকে সহজলভ্য করার উদ্দেশ্য থাকতে পারে। আচ্ছা মেনে নিলাম। কিন্তু বিজয় কিবোর্ড লেআউটই কেন? এটি সরকারের কোনো পণ্যও নয়, ব্যক্তিগত মালিকানার একটি কিবোর্ড লেআউট। অন্যদিকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তৈরি কিবোর্ড লেআউট ‘জাতীয়’ রয়েছে। কিন্তু সেটি অবহেলিত হয়ে পড়ে আছে। সেখানে বিজয় এর তো বাংলা ভাষা লেখার মানদণ্ড হওয়ার প্রশ্নই আসে না।