Please Use a Password Manager
অনেকেই দেখি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেননা। বেশিরভাগ মানুষই একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করেন। ফলে একটি একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হলে সকল একাউন্ট হ্যাক হয়ে যায়। এছাড়া পাসওয়ার্ড ভুলে গিয়েও অনেকে সমস্যায় পড়েন।
যারা এখনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করেননা, তারা একটি পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা শুরু করেন। পাসওয়ার্ড ভুলে যাওয়া, আইডি হ্যাক হওয়াসহ অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রায় সকল পাসওয়ার্ড ম্যানেজারেই স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার অপশন থাকে। সেটি ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করুন।